• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

পদ্মায় নৌকাডুবি: বেনারশী-গহনা ঠিকই আছে, শুধু নেই প্রাণ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

রাজশাহীর শ্রীরামপুরে পদ্মা নদীতে বরযাত্রীবাহী নৌকাডুবিতে কনে সুইটি খাতুন পূর্ণিমাসহ নিখোঁজ ৯ জনের মরদেহই উদ্ধার করা হয়েছে।সোমবার সকালে কনে সুইটি খাতুন পুর্ণিমা ও তার খালা আঁখি খাতুনের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে রোববার দুপুরে জেলেদের জালে উঠে আসে পূর্ণিমার ফুফাতো বোন রুবাইয়া খাতুন স্বর্ণার মরদেহ। শনিবার সকালে চারঘাট উপজেলার ইউসুফপুরে পদ্মার ভাটিতে মেলে পূর্ণিমার চাচি মনি বেগমের লাশ। দুপুরে ঘটনাস্থলের অদূরে জেলেদের জালে উঠে আসে কনের খালাতো ভাই এখলাসের লাশ। বিকেলে একই স্থান থেকে কনের দুলাভাই রতন আলীর লাশ উদ্ধার করা হয়। শুক্রবার রাতে উদ্ধার করা হয় পূর্ণিমার বোনের মেয়ে মরিয়ম খাতুনের লাশ।

শুক্রবার রাতে রাজশাহীর চর খানপুর থেকে শহরে ফেরার সময় শ্রীরামপুরে ডিসির বাংলো এলাকায় পদ্মা নদীতে ডুবে যায় বরযাত্রীবাহী দুটি নৌকা। ওই ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে বর ও কনের বড় বোনসহ ৩২ জনকে।

স্থানীয় জেলেদের সহায়তায় তিন দিন অভিযান চালিয়ে নিখোঁজ ৯ জনের মরদেহ উদ্ধার ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ, বিজিবি, ও বিআইডব্লিউটিএ’র ডুবুরিরা।

Place your advertisement here
Place your advertisement here