• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

সৈয়দপুরে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২১  

Find us in facebook

Find us in facebook

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপদতা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার(২৫ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজনে ও সৈয়দপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে ওই সেমিনারের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদের সভাপতিত্বে নীলফামারী জেলা  নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় চন্দ্র রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানী খান মজলিস, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মমতা সাহা, উপজেলা শিক্ষা অফিসার মো. শাহ্জাহান মন্ডল ও মৎস্য খামারী মো. সেলিম আজাদ প্রমূখ।

উক্ত সেমিনারে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, হোটেল- রেস্তোরাঁ মালিক ও ব্যবসায়ী, ভোক্তা, মৎস্য খামারি মালিকসহ ৪০ জন অংশ নেন। 

Place your advertisement here
Place your advertisement here