• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

আগামী বিপিএলেও খেলতে পারেন মাশরাফী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

বাংলাদেশের ক্রিকেটে এক জীবন্ত কিংবদন্তির নাম মাশরাফী বিন মোর্ত্তজা। দুই দশকের বেশি সময় ধরে ক্রিকেট খেলছেন তিনি। দীর্ঘদিন জাতীয় দলের আশেপাশে না থাকলেও ঘরোয়া টুর্নামেন্টগুলোতে এখনো মাঠ মাতাচ্ছেন এ পেসার।

তবে দিন দিন মাশরাফীর বয়স বেড়েছে। সেই সঙ্গে কমেছে ফিটনেস। তাই অনেকেই ধরে নিয়েছেন, এটাই হতে পারে মাশরাফীর শেষ বিপিএল। যদিও তা মানতে নারাজ তিনি। সুযোগ পেলে আগামী বিপিএলেও খেলতে চান জাতীয় দলের সাবেক অধিনায়ক।

বিপিএলে নিজের ভবিষ্যত নিয়ে মাশরাফী বলেন, ‘আমার পা যদি ঠিক থাকে হতে পারে। আমি আমার মতো করেই করতে চাই। এবার যদি সর্বশেষ বছরের মতো যদি ফুল (বোলিং) খেলতে পারতাম, তাহলে চিন্তা করব। যেহেতু ফুল করতে পারছি না, আমি চিন্তা করব পরে।’

‌নিজের চোটের অবস্থা নিয়েও একটা ধারণা দিয়েছেন তিনি, ‘এখন সর্বশেষ বছর পর্যন্ত আমার পায়ে কোনো রকম সমস্যা হয়নি। এই বছরে হঠাৎ চার মাস আগে ব্যথা অনুভব করি। আমি জানি না কী হয়েছে। ডাক্তার দেখিয়েছি, পরে বলেছে ছোট একটা অপারেশন লাগবে। খেলাটা চালিয়ে যাচ্ছি আরকি।’

মাশরাফী আরো বলেন, ‘শুধু আমার বিষয় না। আপনার লেখার জন্য হয়তো... কিন্তু ছয়টা প্রশ্ন পেলাম আমাকে নিয়ে। মাশরাফী এখন বাংলাদেশ ক্রিকেটের কিছু না। আপনাদের চিন্তা করতে হবে। বাংলাদেশ ক্রিকেটে যারা সামনের ১০ বছর সার্ভিস দেবে, থিংক অ্যাবাউট দেম।’

এরপর তিনি বলেন, ‘মানুষ যা খায়, তা খাওয়াইতে গেলে হবে না। বাংলাদেশ ক্রিকেটে কী উন্নতি হবে, সেগুলো চিন্তা করতে হবে আপনাদের। সেগুলোই মানুষকে জানাতে হবে। আমি নিজেও খেলতে চাইনি যেহেতু পুরো ফিট না। তবে ওই যে বললাম সবকিছুতে যদি কিন্তু থাকে। কিছু চাওয়া, কিছু পাওয়ার ব্যাপার থাকে।’

Place your advertisement here
Place your advertisement here