• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

ফিফার ‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ জিতল ব্রাজিল

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

মাঠের ফুটবলে সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। কাতার বিশ্বকাপে হোঁচট খাওয়ার পর থেকেই নিজেদের হারিয়ে খুঁজছে দলটি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা কক্ষপথে ফিরতে অবশ্য নতুন কোচ ডরিভাল জুনিয়রকে নিয়োগ দিয়েছে। 

এদিকে মাঠের খেলায় অস্থির সময় কাটালেও ফিফা থেকে বড় সুখবর পেয়েছে ব্রাজিল। ২০২৩ সালের ফিফা ‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ জিতেছে তারা। দুঃসময়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই স্বীকৃতি পেয়ে হয়তো কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে সেলেসাওরা।

সোমবার রাতে লন্ডনে বসেছিল ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের জমকালো অনুষ্ঠান। আর সেখানেই গত বছরের পারফরম্যান্স বিবেচনায় ফেয়ার প্লের স্বীকৃতি নিজেদের ঝুলিতে পুরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। এছাড়া সেরা নারী ফুটবলার হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা আইতানা বোনমাতি। পাশাপাশি বর্ষসেরা কোচ হয়েছেন ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা এবং সেরা নারী কোচের স্বীকৃতি পেয়েছেন ইংল্যান্ড কোচ সেরেনা ওয়েগম্যান।

Place your advertisement here
Place your advertisement here