• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

রোমাকে হারিয়ে এসি মিলানের জয়রথ অব্যাহত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

তিন ফরাসির গোলে রোববার সিরি আয় রোমাকে ৩-১ ব্যবধানে হারিয়েছে এসি মিলান। এই জয়ে ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ইতালিয়ান লিগ টেবিলের শীর্ষস্থান শক্তিশালী করেছে মিলান।

সান সিরোতে ম্যাচের শুরুতেই স্বাগতিকদের এগিয়ে দেন ইয়াসিন আদিল। বিরতির ১০ মিনিট পর অলিভার জিরুড ব্যবধান দ্বিগুন করেন। ম্যাচের শেষ ভাগে সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের হয়ে তৃতীয় গোলটি করেন থিও হার্নান্দেজ।

অভিজ্ঞ স্ট্রাইকার জিরুড নিজে এক গোল করা ছাড়াও দুর্দান্ত এক ব্যাকহিলে হার্নান্দেজকে দিয়ে গোল করিয়েছেন। ম্যাচ শেষে জিরুড বলেছেন, ‘আটালান্টার কাছে লিগ কাপ থেকে বিদায় নেবার পর আমরা ফেরার অপেক্ষায় ছিলাম। আমরা কখনই ম্যাচ ছেড়ে দেই না।

আজ আমরা যে ধরনের স্পিরিট দেখিয়েছি তাতে আমি দারুণ খুশি। থিওকে আমি বেশ ভালভাবেই চিনি। আমি জানি আমার পিছনে সে নিজেকে দারুণভাবে প্রমানের জন্যই মাঠে নেমেছে। তার মধ্যে সেই যোগ্যতা আছে।

আমি কিছুটা সৌভাগ্যবান। কারণ আমি মনে করেছিলাম ডিফেন্ডারকে ফাঁকি দিতে পেরেছি। যদিও ঐ মুহূর্তে পাসটি ভালোভাবেই থিওর কাছে গিয়েছিল। সেও সুযোগ কাজে লাগিয়েছে। থিওর জন্য আমি দারুণ খুশি।’

তারকা স্ট্রাইকার পাওলো দিবালার অনুপস্থিতির পাশাপাশি আবারো আক্রমণভাগের ব্যর্থতায় রোমার হার তরান্বিত হয়েছে। আর এতেই লিগে টানা তৃতীয় জয় নিশ্চিত হয় মিলানের।

এই মুহূর্তে টেবিলের নবম স্থানে রয়েছে রোমা। লাজিওর কাছে পরাজিত হয়ে ইতালিয়ান কাপ থেকে সপ্তাহের মাঝামাঝিতে বিদায়ের পর এটি রোমার জন্য আরো একটি হতাশাজনক পরাজয়। সাম্প্রতিক ব্যর্থতায় মরিনহোকে প্রায়ই সমালোচনার মুখে পড়তে হচ্ছে। 

Place your advertisement here
Place your advertisement here