• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

এবারের বিশ্বকাপে বাংলাদেশের সুযোগ দেখছেন সাকিব

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

ওয়ানডেতে যেভাবে এগিয়েছে বাংলাদেশ, সে তুলনায় টেস্ট কিংবা টি-২০তে আগাতে পারেনি। বিশেষকরে সীমিত ওভারের ক্রিকেট বিশ্বকাপে বারবারই ভোগান্তিতে পড়েছে টিম টাইগার্স। এখন পর্যন্ত কোনো আসরেই প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেনি তারা। তবে আসন্ন টি-২০ বিশ্বকাপে দলের ভালো সুযোগ দেখছেন অধিনায়ক সাকিব আল হাসান।

সবশেষ অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপে ভরাডুবির পর টানা তিনটি সিরিজ জিতেছে বাংলাদেশ। এই সংস্করণে এমন সাফল্যই আশা দেখাচ্ছে সাকিবকে। গত বছর ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করা। অন্যদিকে, অ্যাওয়ে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করে ফিরেছে টাইগাররা।

দ্বিপাক্ষিক সিরিজে অবশ্য এর আগেও ভালো ফলাফল ছিল বাংলাদেশের। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত বিশ্বকাপে যাওয়ার আগেও টানা তিনটি টি-২০ সিরিজ জিতেছিল বাংলাদেশ। কিন্তু বিশ্বকাপে ভরাডুবি হয় টাইগারদের।

তবে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স আশা দেখাচ্ছে সাকিবকে, ‘যেহেতু টি-২০ সংস্করণ আমরা শেষ এক বছর আমরা খুব ভালো খেলেছি। দলটা এখন ভারসাম্যপূর্ণ আছে, ছন্দেও আছে। সবাই ভালো খেলছে। নিউজিল্যান্ডেও ভালো খেলেছে। প্রত্যাশা তো বেশি থাকবেই। খেলা হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। যেখানে হয়তো আমাদের ক্রিকেটটা বেশি মানানসই হবে। তো আমাদের সুযোগ আছে।’

এদিকে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের শেষে আঙুলে চোট পাওয়ায় অনেক দিন থেকেই মাঠে নেই সাকিব। তবে চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তিনি। মঙ্গলবার মিরপুরে বোলিং করতে দেখা গিয়েছে তাকে। 

নিজের চোটের অবস্থা জানিয়ে সাকিব বলেন, ‘অনুশীলন শুরু করেছি। আরো কিছু দিন সময় লাগবে। বোলিং আঙুল যেহেতু, স্বাভাবিকভাবেই সময় লাগবে। তবে উন্নতি হচ্ছে ভালোই।’

Place your advertisement here
Place your advertisement here