• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে সাকিবের নতুন রেকর্ড

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২  

Find us in facebook

Find us in facebook

সাকিব আল হাসান এবং রেকর্ড যেন একে অন্যের পরিপূরক। ক্রিকেট মাঠে নামলেই প্রতিনিয়ত কোনো না কোনো রেকর্ড গড়েন টাইগার অলরাউন্ডার। সবশেষ গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে অনন্য এক রেকর্ড গড়েছেন তিনি।

আন্তর্জাতিক টি-২০তে আজ বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০+ ইনিংসে ব্যাটিং ও ১০০+ ইনিংসে বোলিংয়ের বিশ্বরেকর্ড গড়েছেন সাকিব। বিশ্বের আর কোন ক্রিকেটারেরই এমন রেকর্ড নেই।

এছাড়া আজ খেলতে নামার মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের মালিক হয়েছেন সাকিব। টি-২০ ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে সাকিবের ক্যারিয়ার এখন ১৫ বছর ৩১৬ দিনের। এ সময় সাকিব টপকেছেন স্বদেশী মুশফিকুর রহিম ও ভারতের উইকেটকিপার ব্যাটার দিনেশ কার্তিককে।

এর আগে সবচেয়ে লম্বা টি-২০ ক্যারিয়ারের রেকর্ডটি ছিল কার্তিকের হাতে। বর্তমানে ভারতীয় এই ব্যাটারের টি-২০ ক্যারিয়ারের বয়স ১৫ বছর ৩০৭ দিনের। তালিকার তিন নম্বরে টি-২০ ক্রিকেটকে বিদায় জানানো বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। টাইগার এ ব্যাটারের ক্যারিয়ার ছিল ১৫ বছর ২৭৭ দিন।

এর বাইরে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ হ্যাগলি ওভালে টস করতে নেমে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে ছাড়িয়ে গেছেন সাকিব। নাম লেখালেন টি-২০ ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ড। মুশফিক ২৩ বার দলকে নেতৃত্ব দিয়েছেন। সাকিব টপকে গেলেন মুশিকে।

এমন রেকর্ডের দিনে অবশ্য নিজেকে মেলে ধরতে পারেননি সাকিব। ব্যাট হাতে নেমে করেছেন ১৬ বলে ১৬ রান। বল হাতে ৩ ওভারে ২৩ রান দিয়ে পাননি কোন উইকেট।

Place your advertisement here
Place your advertisement here