• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে পাঁচ বাংলাদেশি 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২১  

Find us in facebook

Find us in facebook

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। চেন্নাইয়ে হতে যাওয়া নিলামের আগে প্লেয়ার্স ড্রাফটের তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সেখানে দেখা গেছে, এবারের আইপিএলের নিলামে রয়েছেন বাংলাদেশের পাঁচজন ক্রিকেটার।

শুক্রবার চতুর্দশ আইপিএলের প্লেয়ার্স ড্রাফটের তালিকা প্রকাশ করা হয়। সেখানে নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন মোট ১০৯৭ জন ক্রিকেটার। তাদের ভেতর ৮১৪ জন ভারতীয়। বিদেশি ক্রিকেটারের সংখ্যা ২৮৩ জন। এই ২৮৩ জনের মধ্যে আছেন পাঁচ বাংলাদেশি ক্রিকেটার। 

বাংলাদেশ থেকে নিলাম তালিকায় স্থান পাওয়া ক্রিকেটাররা হচ্ছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। এবারের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে রয়েছেন সাকিব। তার ভিত্তিমূল্য রাখা হয়েছে ২ কোটি রুপি।

Place your advertisement here
Place your advertisement here