• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

নতুন টাকা কেনাবেচা: শরিয়ত কী বলে?

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৪  

Find us in facebook

Find us in facebook

ঈদের সময় আমাদের সমাজের অনেকেই প্রিয়জনদের ঈদ সালামি বা ঈদি বা বখশিশ দেওয়ার জন্য  নতুন টাকা কেনে। মূল মূল্যমানের চেয়ে বেশি দাম দিয়ে এসব টাকা কিনতে হয়। ইসলামে এক প্রকারের দুটি জিনিস কমবেশি ক্রয়-বিক্রয় করা নাজায়েজ। কারণ এ রকম লেনদেনে অতিরিক্ত অংশ সুদ হয়ে যায়। তাই নতুন টাকার এ রকম কেনাবেচা নাজায়েজ।

একেবারে অপারগতার ক্ষেত্রে নতুন টাকা সংগ্রহ করার পরিশ্রম বাবদ কিছু টাকা পারিশ্রমিক হিসেবে দেওয়া যেতে পারে। শর্ত হলো স্পষ্টভাবে উল্লেখ করে দিতে হবে যে অতিরিক্ত অর্থ দেওয়া হচ্ছে নতুন টাকা সংগ্রহের পারিশ্রমিক হিসেবে, নতুন টাকার মূল্য হিসেবে নয়।

কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া এ রকম লেনদেন থেকেও বিরত থাকা উচিত। সাধারণত সরকারি ব্যাংকগুলো থেকে অতিরিক্ত মূল্য ছাড়াই নতুন টাকা সংগ্রহ করা যায়। তাই নতুন টাকার জন্য এ রকম সুদি ও সন্দেহপূর্ণ লেনদেনে জড়িত হওয়ার কোনো যুক্তি নেই।

Place your advertisement here
Place your advertisement here