• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

রমজান ২০২৪: কোন দেশে কত ঘণ্টা?

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ মার্চ ২০২৪  

Find us in facebook

Find us in facebook

রমজান বা রামাদান (আরবি: رمضان রামাদ্বান্‌; ফার্সি: رمضان র’মযান) ইসলামি বর্ষপঞ্জির ৯ম মাস এবং ইসলাম ধর্মমতে সবচেয়ে পবিত্রতম মাস এটি। এই মাসে ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন নবী মুহাম্মাদ (সা.) এর নিকট অবতীর্ণ হয়।

রমজান মাসে মুসলিম উম্মাহ ধর্ম চর্চার অংশ হিসেবে ভোর থেকে সুর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার ও যৌনক্রিয়াদি বর্জন করে থাকেন। একে আরবিতে ‘সিয়াম’ বলে; বাংলাদেশে যা মুলতঃ ‘রোজা’ বলে পরিচিত। ইসলামি বর্ষপঞ্জির ১২টি মাসের মধ্যে শুধুমাত্র এই মাসের নাম পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। আর অন্য মাসগুলোর উল্লেখ আল্লাহ তাআলা আকারে, ইঙ্গিতে করেছেন। 

সারা বিশ্বের কোন শহরে গড়ে কত ঘণ্টা রোজা; তা তুলে ধরা হয়েছে। উপবাস ও ইফতারের প্রকৃত সময় দিন ও গণনা পদ্ধতি অনুযায়ী কম বেশি হতে পারে।

• নুউক, গ্রিনল্যান্ড : ১৬ ঘণ্টা
• রিকজাভিক, আইসল্যান্ড : ১৬ ঘণ্টা
• হেলসিঙ্কি, ফিনল্যান্ড : ১৫ ঘণ্টা
• অসলো, নরওয়ে : ১৫ ঘণ্টা
• গ্লাসগো, স্কটল্যান্ড : ১৫ ঘণ্টা
• বার্লিন, জার্মানি : ১৫ ঘণ্টা
• ডাবলিন, আয়ারল্যান্ড : ১৫ ঘণ্টা
• মস্কো, রাশিয়া : ১৫ ঘণ্টা
• আমস্টারডাম, নেদারল্যান্ডস : ১৫ ঘণ্টা
• ওয়ারশ, পোল্যান্ড : ১৫ ঘণ্টা
• আস্তানা, কাজাখস্তান : ১৫ ঘণ্টা
• ঢাকা, বাংলাদেশ : ১৪ ঘণ্টা
• ব্রাসেলস, বেলজিয়াম : ১৪ ঘণ্টা
• লন্ডন, যুক্তরাজ্য : ১৪ ঘণ্টা
• জুরিখ, সুইজারল্যান্ড : ১৪ ঘণ্টা
• স্টকহোম, সুইডেন : ১৪ ঘণ্টা
• বুখারেস্ট, রোমানিয়া : ১৪ ঘণ্টা
• সারাজেভো, বসনিয়া ও হার্জেগোভিনা : ১৪ ঘণ্টা
• সোফিয়া, বুলগেরিয়া : ১৪ ঘণ্টা
• রোম, ইতালি : ১৪ ঘণ্টা
• মাদ্রিদ, স্পেন : ১৪ ঘণ্টা
• প্যারিস, ফ্রান্স : ১৪ ঘণ্টা
• লিসবন, পর্তুগাল : ১৪ ঘণ্টা
• আঙ্কারা, তুরস্ক : ১৪ ঘণ্টা
• অটোয়া, কানাডা : ১৪ ঘণ্টা
• টোকিও, জাপান : ১৪ ঘণ্টা
• বেইজিং, চীন : ১৪ ঘণ্টা
• অ্যাথেন্স, গ্রিস: ১৪ ঘণ্টা
• নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র : ১৪ ঘণ্টা
• ওয়াশিংটন, ডিসি, যুক্তরাষ্ট্র : ১৪ ঘণ্টা
• লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র : ১৪ ঘণ্টা
• তিউনিস, তিউনিসিয়া :  ১৪ ঘণ্টা
• আলজিয়ার্স, আলজেরিয়া : ১৪ ঘণ্টা
• তেহরান, ইরান : ১৪ ঘণ্টা
• কাবুল, আফগানিস্তান : ১৪ ঘণ্টা
• নয়াদিল্লি, ভারত : ১৪ ঘণ্টা
• রাবাত, মরক্কো : ১৪ ঘণ্টা
• দামেস্ক, সিরিয়া : ১৪ ঘণ্টা
• ইসলামাবাদ, পাকিস্তান : ১৪ ঘণ্টা
• বাগদাদ, ইরাক : ১৪ ঘণ্টা
• বৈরুত, লেবানন : ১৪ ঘণ্টা
• আম্মান, জর্ডান : ১৪ ঘণ্টা
• গাজা উপত্যকা, ফিলিস্তিন : ১৪ ঘণ্টা
• কায়রো, মিসর : ১৪ ঘণ্টা
• দোহা, কাতার : ১৩ ঘণ্টা
• দুবাই, সংযুক্ত আরব আমিরাত : ১৩ ঘণ্টা
• খার্তুম, সুদান : ১৩ ঘণ্টা
• রিয়াদ, সৌদি আরব : ১৩ ঘণ্টা
• আবুজা, নাইজেরিয়া : ১৩ ঘণ্টা
• এডেন, ইয়েমেন : ১৩ ঘণ্টা
• ডাকার, সেনেগাল : ১৩ ঘণ্টা
• আদ্দিস আবাবা, ইথিওপিয়া : ১৩ ঘণ্টা
• বুয়েনস আয়ার্স, আর্জেন্টিনা : ১৩ ঘণ্টা
• কলম্বো, শ্রীলঙ্কা : ১৩ ঘণ্টা
• কুয়ালালামপুর, মালয়েশিয়া : ১৩ ঘণ্টা
• মোগাদিশু, সোমালিয়া : ১৩ ঘণ্টা
• সিউদাদ দেল এস্তে, প্যারাগুয়ে : ১৩ ঘণ্টা
• নাইরোবি, কেনিয়া : ১৩ ঘণ্টা
• হারারে, জিম্বাবুয়ে : ১৩ ঘণ্টা
• জাকার্তা, ইন্দোনেশিয়া : ১৩ ঘণ্টা
• লুয়ান্ডা, অ্যাঙ্গোলা : ​​১৩ ঘণ্টা
• ব্যাংকক, থাইল্যান্ড : ১৩ ঘণ্টা
• ব্রাসিলিয়া, ব্রাজিল : ১৩ ঘণ্টা
• জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা : ১৩ ঘণ্টা
• মন্টেভিডিও, উরুগুয়ে : ১৩ ঘণ্টা
• ক্যানবেরা, অস্ট্রেলিয়া : ১৩ ঘণ্টা
• পুয়ের্তো মন্ট, চিলি : ১৩ ঘণ্টা
• ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড : ১৩ ঘণ্টা

Place your advertisement here
Place your advertisement here