• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

মহান রবের শেখানো ভাষায় উত্তম বন্ধু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা মানুষকে অনেক ভালোবেসে সৃষ্টি করেছেন। আবার সুন্দর এবং নিরাপত্তার সঙ্গে থাকার জন্য উত্তম বন্ধু ও সাহায্যকারীর পাওয়ার জন্য তারই কাছে দোয়া করার চমৎকার ভাষাও শিখিয়ে দিয়েছেন। মানুষের জন্য এর চেয়ে বড় রহমত আর কী হতে পারে!

সুতরাং মুমিন মুসলমানের উচিত, মহান রবের শেখানো ভাষায় উত্তম বন্ধু ও সাহায্যকারী পেতে তার কাছে প্রার্থনা করা। একমাত্র তিনিই মানুষের কল্যাণে সব কিছু করতে পারেন।

পবিত্র কোরআনুল কারিমের সূরা আন নিসার ৭৫ নম্বর আয়াতে উত্তম বন্ধু ও সাহায্যকারী পাওয়ার জন্য দোয়ার আয়াতটি তুলে ধরা হয়েছে। আর তাহলো-

رَبَّنَاۤ اَخۡرِجۡنَا مِنۡ هٰذِهِ الۡقَرۡیَۃِ الظَّالِمِ اَهۡلُهَا ۚ وَ اجۡعَلۡ لَّنَا مِنۡ لَّدُنۡکَ وَلِیًّا ۚ وَّ اجۡعَلۡ لَّنَا مِنۡ لَّدُنۡکَ نَصِیۡرًا

উচ্চারণ: ‘রাব্বানা আখরিঝনা মিন হাজিহিল কারইয়াতিজ জালিমি আহলুহা ওয়াঝআল লানা মিল্লাদুংকা ওয়ালিয়্যাও ওয়াঝআল লানা মিল্লাদুংকা নাছিরা’।

অর্থ: ‘হে আমাদের রব! আমাদেরকে এ জালেম অধ্যুষিত জনপথ/অঞ্চল থেকে মুক্তি দাও। তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু বানিয়ে দাও। আর তোমার পক্ষ থেকে কাউকে আমাদের সাহায্যকারী করে দাও’। (সূরা: আন নিসা, আয়াত: ৭৫)

Place your advertisement here
Place your advertisement here