• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

জুতা পরে জানাজার নামাজ পড়া জায়েজ কি?

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

‘জানাজা’ শব্দের অর্থ মরদেহ। ইসলাম ধর্মে কোনো মুসলিম মারা গেলে মাগফিরাতের জন্য মরদেহ সামনে নিয়ে বিশেষ নিয়মে যে দোয়া করা হয়, তার নাম জানাজার নামাজ। এ নামাজ আদায় করা ফরজে কেফায়া। ফরজে কেফায়া হলো দু-একজন আদায় করলে মহল্লার সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। আর কেউ আদায় না করলে সবাই গুনাহগার হয়।

জানাজার নামাজে অনেক সময় মসজিদের বাইরে রাস্তায় দাঁড়ানোর প্রয়োজন পড়ে। এ সময় মুসল্লিরা জুতা পরে নামাজে দাঁড়াবেন, জুতা খুলে তার ওপর দাঁড়াবেন নাকি জুতা পাশে রেখে মাটিতে দাঁড়াবেন এ নিয়ে দ্বিধায় পড়ে যান। অনেকে ভাবেন জুতা পরে দাঁড়ালে নামাজ হবে না।

মূলত বিধান হলো, জুতা পরে নামাজে দাঁড়ানো জায়েজ। দাঁড়ানোর জায়গা ও জুতা নিচের অংশসহ পবিত্র হলে জুতা পরে জানাজা পড়া শুদ্ধ হবে। কিন্তু জানাজার নামাজসহ যেকোনো নামাজ শুদ্ধ হওয়ার জন্য যেহেতু পোশাক ও নামাজের জায়গা পবিত্র হওয়া জরুরি, তাই দাঁড়ানোর জায়গা ও জুতার নিচের অংশ অপবিত্র হওয়ার আশংকা থাকলে জুতা পরে নামাজে দাঁড়ানো যাবে না। জুতার ওপরের অংশ পবিত্র হলে জুতা খুলে জুতোর ওপর দাঁড়ানো যেতে পারে।

সাধারণত বাইরের জুতা পরে মানুষ যেহেতু বিভিন্ন জায়গায় যায়, তাই জুতার নিচের অংশ অপবিত্র হওয়ার আশংকা থাকে। মসজিদের বাইরের মাটিও অপবিত্র হওয়ার আশংকা রয়েছে। তাই সতর্কতার জন্য জুতা খুলে তার ওপর দাঁড়ানোই সমীচীন।


সূত্র: আল-মুহিতুল বোরহানি: ২/২০; ফাতাওয়া তাতারখানিয়া: ২/৩১; আল-বাহরুর রায়িক: ২/১৭৯; হাশিয়াতুত তাহতাবি আলাল মারাকি, পৃষ্ঠা ৩১৯; রদ্দুল মুহতার: ১/৪০২)

Place your advertisement here
Place your advertisement here