• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

সুন্দরগঞ্জে গ্রাম পুলিশদের অবহিতকরণ প্রশিক্ষণ 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪  

Find us in facebook

Find us in facebook

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কর্মরত গ্রাম পুলিশদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত অবহিত করণ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ হলরুমে ৫দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি‍‍`র বক্তব্য রাখেন, উপ-পরিচালক স্থানীয় সরকার (উপ সচিব) মো. শরিফুল ইসলাম। সহকারি কমিশনার ভুমি মো. মাসুদুর রহমানের সঞ্চালনায়  আরও বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল মোন্নাফ, দহবন্দ ইউপি চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম সরকার রেজা। প্রশিক্ষণে উপজেলা ১৩৬ জন গ্রাম পুলিশদের মধ্যে প্রথম ব্যাচে ৬৯ জন অংশ গ্রহণ করেন। জানা গেছে, গ্রাম পুলিশদের আরও দক্ষ করে গড়ে তুলতে জেলার ৭টি উপজেলার কর্মরত গ্রাম পুলিশদের প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেন উপজেলা প্রশাসন। 

Place your advertisement here
Place your advertisement here