• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

গোবিন্দগঞ্জে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৪  

Find us in facebook

Find us in facebook

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধার গোবিন্দগঞ্জ চেয়ারম্যান পদে ২, ভাইস চেয়ারম্যান পদে ৫, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭জন মনোনয়ন পত্র জমা করেছেন।

রবিবার (২১এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত ওইসব প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- সদ্য পদত্যাগকারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রভাষক শাকিল আলম বুলবুল।

ভাইস-চেয়ারম্যান পদে, সদ্য পদত্যাগকারী ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু মেসবাহ, নাহিফুদৌলা প্রিন্স, আব্দুল মতিন মোল্লা, পাপন মিয়া ও মাহাবুর রহমান।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, সদ্যপদত্যাগকারী মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম, পাপিয়া রায় পাখি, আফরুজা খাতুন সুইটি, উম্মে জাহান রিংকু, সাথী আক্তার, মমতা বেগম, ফাতেমা বেগম।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার সাখোয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ২৪ এপ্রিল সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের, ২৭ থেকে ২৯ এপ্রিল আপিল নিষ্পত্তি, ৩০ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহার, ২ মে প্রতীক বরাদ্দ ও ২১ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটে মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Place your advertisement here
Place your advertisement here