• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

গাইবান্ধায় থেকে হজে যাবেন ৭৯৯ নারী-পুরুষ 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৪  

Find us in facebook

Find us in facebook

চলতি বছরে গাইবান্ধা জেলা থেকে সরকারি ও বেসরকারিভাবে ৭৯৯ জন ধর্মপ্রাণ নারী-পুরুষ হজে যাবেন। ইতোমধ্যে এই হজযাত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি শুরু করা হয়েছে।

সোমবার (২২এপ্রিল) গাইবান্ধা সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে দু’দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়।গাইবান্ধা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হজ যাত্রীদের নিয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন - সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মিরাজুল ইসলাম, সহকারী পরিচালক গোলাম মর্তুজা, সাবেক উপ-পরিচালক মোজাহারুল মান্নান, জেলা হাজী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকার, ট্রেইনার হেলাল উদ্দিন সরকার প্রমুখ।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মিরাজুল ইসলাম বলেন, এই হজযাত্রী প্রশিক্ষণের উদ্বোধনী দিনে নারীসহ ৪০০ জন হজযাত্রী অংশগ্রহণ করেন। আগামীকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) আরও ৩৯৯ জন অংশ নেবেন। এ বছর সরকারিভাবে ১৭৭ ও বেসরকারিভাবে ৬২২ জন হজে যাবেন বলে জানান এই কর্মকর্তা।

Place your advertisement here
Place your advertisement here