• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

রংপুর জেলাতেই ৩০৮ প্রাথমিকে নেই প্রধান শিক্ষক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৪  

Find us in facebook

Find us in facebook

রংপুর জেলার সদর, কাউনিয়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, পীরগঞ্জ, মিঠাপুকুর, পীরগাছা ও গংগাচড়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে বিদ্যালয়গুলোতে ব্যহত হচ্ছে শিক্ষা কার্যক্রমসহ দাফতারিক নানা কাজ।

রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, জেলার ৮টি উপজেলায় প্রধান শিক্ষক পদে মোট শূন্য পদের সংখ্যা ৩০৮টি। এর মধ্যে রংপুর সদর উপজেলায় ২৪টি, কাউনিয়া উপজেলায় ৪৪টি, তারাগঞ্জ উপজেলায় ৫টি, বদরগঞ্জ উপজেলায় ৩৯টি, পীরগঞ্জ উপজেলায় ১৫টি, মিঠাপুকুর উপজেলায় ১০২টি, পীরগাছা উপজেলায় ৪৪টি ও গঙ্গাচড়া উপজেলায় ৩৫টি।


বিধি অনুযায়ী প্রধান শিক্ষক পদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য আসনের ৩৫ শতাংশ সরাসরি নিয়োগ ও বাকি ৬৫ শতাংশ শূন্য পদে সহকারী শিক্ষকদের পদোন্নতি দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু নিয়োগ ও পদোন্নতিতে ধীরগতি কারণে তা বাস্তবায়ন হচ্ছে না।


সূত্র জানায়, গ্রেডেশন তালিকা অনুযায়ী সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়ার কাজ চলছে। এখন প্রধান শিক্ষকের পদটি দ্বিতীয় শ্রেণিতে উন্নীত। তাই সরাসরি নিয়োগ দেওয়ার বিষয়টি সরকারি কর্মকমিশনের (পিএসসি) হাতে।


রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এক কর্মকর্তা জানান, জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষকরা প্রতিনিয়তই অবসরে যাচ্ছেন। সময়মতো এসব পদ পূরণ হচ্ছে না। ফলে দীর্ঘ সময় ধরে প্রধান শিক্ষকের পদগুলো ফাঁকা পরে আছে। এতে শিক্ষা কার্যক্রমসহ দাফতারিক কাজ ব্যহত হচ্ছে।


একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, একজন প্রধান শিক্ষককে অনেক দায়িত্ব পালন করতে হয়। ক্লাসের পাশাপাশি স্কুলের সার্বিক বিষয়ে সময় দিতে হয়। এতে বিদ্যালয়ের পাঠদানে ব্যাহত হয়।


রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, অনাকাঙ্ক্ষিত মৃত্যু, বদলি, অবসরজনিত কারণসহ নানা কারণে প্রধান শিক্ষকের পদগুলো খালি হয়েছে। আমরা জেলার প্রধান শিক্ষকদের তালিকা তৈরি করে প্রাথমিক শিক্ষা অধিদফতরে পাঠিয়েছি। আশা করছি দ্রুত শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।

Place your advertisement here
Place your advertisement here