• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

পুলিশ দেখে ঘরের ভেন্টিলেটর দিয়ে পালানোর চেষ্টা, অতঃপর...

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৪  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরের ভেন্টিলেটর দিয়ে পালানোর সময় মাহাফুল আলম হৃদয় নামে অপহরণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  

সোমবার (৮ এপ্রিল) দুপুরে দিনাজপুর কোতায়ালী থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন। এর আগে একই মামলায় জয় চন্দ্র নামে অপর এক আসামিকে গ্রেফতার করা হয়। এর আগে, একই মামলায় জয় চন্দ্র রায় নামে অপর এক আসামিকে গ্রেফতার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ৬ এপ্রিল আল-আমিন নামে এক অটোরিকশা চালককে অপহরণ করে পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ওই রাতেই ভিকটিমের পরিবার ৪০ হাজার টাকা নগদ একাউন্টের মাধ্যমে প্রদান করে। বাকি ৬০ হাজার টাকা দাবি করে ভিকটিমকে হত্যার হুমকি দেয় অপহরণকারীরা। এ ঘটনায় ভিকটিমের পরিবার পুলিশের কাছে অভিযোগ করে। 

অভিযোগ পাওয়ার পর তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযানে নামে পুলিশ। প্রথমে সদর উপজেলার শেখহাটি গ্রামের জয় চন্দ্র রায়কে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে আল-আমিনকে উদ্ধার করা হয়। পরে অপহরণকারী শেখহাটি এলাকার হৃদয়কে আটক করতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির ভেন্টিলেটর দিয়ে পালানোর চেষ্টা করে হৃদয়। এ সময় বাড়ির বাইরে থাকা এক পুলিশ সদস্য তাকে ধরে ফেলেন। 

Place your advertisement here
Place your advertisement here