• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ট্রাকের উপর থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৪  

Find us in facebook

Find us in facebook

ট্রাকের উপরে ট্রিপল বাধতে গিয়ে পা ফসকে পড়ে কুড়িগ্রামের চিলমারী উপজেলার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে সিরাজগঞ্জের নলকা ব্রিজ এলাকায়। নিহত ওই ছেলের নাম এসরাফুল ইসলাম(২৪)।সে উপজেলার মাচাবান্দা নামাচর এলাকার সাহেদুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার থানাহাট ইউপি চেয়ারম্যান মো.আব্দুর রাজ্জাক মিলন।

জানা গেছে, চিলমারী উপজেলার প্রাণকেন্দ্র থানাহাট বাজার থেকে মাল বোঝাই একটি ট্রাক সোমবার সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটিতে হেলপারের দায়িত্ব পালন করছিল এসরাফুল। ওই দিন রাত ৯টার দিকে ট্রাকটি সিরাজগঞ্জের নলকা ব্রিজ সংলগ্ন এলাকায় যাত্রা বিরতিতে নেয়। এসময় চালক ও হেলপার খাওয়া শেষ করে ট্রাকের উপরে থাকা ট্রিপলের বাধন ঠিক করছিল।বাধন ঠিক করার এক পর্যায়ে এসরাফুল পা ফসকে ট্রাকের পাশ্বে থাকা রোড রাস্তায় খুটির উপর পড়ে যায়। তাৎক্ষনিক এসরাফুলকে সিরাজগঞ্জ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতুু ঘটে। পরে এম্বুলেন্সে করে গ্রামের বাড়ীতে এসরাফুলের মরদেহ আনা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মাচাবান্দা নামাচর এলাকায় তার দাফন সম্পন্ন হয়। থানাহাট ইউপি চেয়ারম্যান মো.আব্দুর রাজ্জাক মিলন জানান,ট্রাকে কাজ করতে গিয়ে অনাকাঙ্খিতভাবে পা পড়ে গিয়ে মারা গেছে এসরাফুল। মঙ্গলবার পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here