• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের অর্থ সহায়তা প্রদান 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৪  

Find us in facebook

Find us in facebook

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক সাহায্য সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত ৫৫৮ জন নারীর প্রত্যেককে ১৮৩৩৩ টাকা করে মোট ১ কোটি দুই লক্ষ উনত্রিশ হাজার আট শত চৌদ্দ টাকা প্রদান করা হয়েছে।

বুধবার (২৭মার্চ) দুপুরে সদর উপজেলার নারগুন ইউনিয়নে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মো: বেলায়েত হোসেন।

সংস্থার এপি ম্যানেজার নরেশ মারান্ডির সভাপতিত্ব এসময় প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিধান চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান সেরেকুল ইসলাম, সংস্থার প্রোগ্রাম অফিসার বাটেল সরকার, অনলাইন প্রেসক্লাব সা: সম্পাদক ফরিদুল ইসলাম, সাংবাদিক আসাদ, সংস্থার অন্যান্য কর্মকর্তা সহ উপকারভোগি নারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো: বেলায়েত হোসেন বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় আজ আপনাদের নগদ অর্থ সহায়তা করা হলো। আপনারা এই অর্থ এমনভাবে কাজে লাগাবেন যাতে আপনাদের সংসারের আয়-উন্নতি হয়, কোনভাবেই এ টাকা নস্ট করবেন না। আলোচনা শেষে উপকারভোগিদের হাতে নগদ অর্থ তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
 

Place your advertisement here
Place your advertisement here