• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ভুরুঙ্গামারীতে সাড়ে পাঁচ লাখ টাকার ভারতীয় কাপড়সহ দুই কারবারি আটক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৪  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ৬৬১ পিস ভারতীয় কাপড়(থ্রি পিস ও শাড়ি) মোঃ আব্দুল হাকিম (৩২) ও মোঃ মফিজুল ইসলাম (২৭) নামের দুই চোরা কারবারিকে আটক করেছে ভুরুঙ্গামারী থানা পুলিশ।আটকৃতরা হলেন উপজেলার পূর্ব ভোট হাট গ্রামের মোঃ আব্দুস ছাত্তারের ছেলে।

আজ শনিবার  ভোর রাতে ২৩ মার্চ রাতে উপজেলার সোনাতলি পুকুর পাড় এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম পুলিশ সার্কেল মোর্শেদুল ইসলামের নেতৃত্বে গত শনিবার  ভোর রাতে ভূরুঙ্গামারী থানাধীন সোনাতলী পুকুরপাড় এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা ভারতীয় ৬৬১ পিস শাড়ি ও থ্রি পিস পাচারকরার সময় পূর্ব ভোটহাট গ্রামের কুখ্যাত চোরাকারবারি মোঃ আঃ হাকিম এবং মোঃ মফিজুল হক দ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে। এসময় চোরাচালানের কাজে ব্যবহৃত দুইটি অটোরিকশা জব্দ করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত চোরাকারবারিদের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় স্পেশাল পাওয়া অ্যাক্ট আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলের পাশাপাশি চোরাচালান রোধে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Place your advertisement here
Place your advertisement here