• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনা রোধে প্রচারণা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৪  

Find us in facebook

Find us in facebook

সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে কুড়িগ্রামে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা পুলিশের ট্রাফিক বিভাগ দুপুরে ভোগডাঙ্গা মডেল কলেজ মাঠে এ সমাবেশের আয়োজন করে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) আল-আসাদ মো. মাহফুজুল ইসলাম। ভোগডাঙ্গা মডেল কলেজের অধ্যক্ষ মো. দবীর উদ্দিন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজ্জাদ হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান, জেলা ট্রাফিকের ইনচার্জ একেএম বানিউল আনাম। এ সমাবেশে স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 

বক্তারা ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরব বাড়ি’ এ প্রতিপাদ্যে মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরিধান, মোটরসাইকেলে ৩জন আরোহন না করাসহ ট্রাফিক আইন মেনে চলার জন্য সকলকে উজ্জ্বীবিত করা হয়। এছাড়াও ছাত্র-ছাত্রী, শিক্ষক ও বৃদ্ধ মানুষকে রাস্তা পারাপারে সচেতনতা বৃদ্ধির আহবান জানান বক্তারা।

Place your advertisement here
Place your advertisement here