• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ঠাকুরগাঁওয়ে ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ ছাত্রলীগের

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

ঠাকুরগাঁওয়ে খেটে খাওয়া অটোরিকশা চালক ও রোদের মধ্যে দাঁড়িয়ে দায়িত্বপালনকারী ট্রাফিক পুলিশের মাঝে ঠান্ডা পানি ও স্যালাইন পৌঁছে দিয়েছে জেলা ছাত্রলীগ। 

শনিবার দুপুরে শহরের বিভিন্ন এলাকায় প্রখর রোদে অটোরিকশা চালক ও ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে এসব তুলে দেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিএ সময় নূরুজ্জামান, রাসেদ, আল আমিন, বাপ্পি, তুহিন, সুমন, সবুজ উপস্থিত ছিলেন।

রিকশাচালক আবুল হাসান বলেন, সড়কের পাশে দাঁড়িয়ে ছিলাম। প্রচণ্ড গরম। এ সময় ছাত্রলীগের নেতারা এসে আমাকে ঠান্ডা পানি আর স্যালাইন দিল। এই গরমে ঠান্ডা পানি দেয়াটাই আমাদের জন্য অনেক কিছু। 

জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বি বলেন, নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে সব সময় মানুষের পাশে থাকার। যেখানে আমরা পাঁচ মিনিট রোদে দাঁড়িয়ে থাকলে হাপিয়ে যাই, সেখানে সকাল থেকে শুরু করে প্রখর রোদের মধ্যেও রিকশা চালকেরা রিকশা চালান, ট্রাফিক পুলিশ সদস্যরা রোদে দাঁড়িয়ে ডিউটি পালন করেন। আমরা তাদের ক্লান্তি কিছুটা হলেও দূর করার জন্য এই উদ্যোগ নেই। 

Place your advertisement here
Place your advertisement here