• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

সুতায় আটকে গাছের ডালে ঝুলছিল চিল, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২  

Find us in facebook

Find us in facebook

রেইনট্রি গাছের ডালে সুতায় আটকা পড়ে ঝুলছিল একটি চিল। স্থানীয় এক মোটর মেকানিক টিটুর চোখে বিষয়টি চোখে পড়ে। চিলটি উদ্ধারের জন্য হেদায়েতুল ইসলাম নামের এক যুবক ফায়ার সার্ভিসকে ফোন দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আধা ঘণ্টার চেষ্টায় চিলটিকে উদ্ধার করেন।

সোমবার (১০ অক্টোবর) সকালে গাইবান্ধা পৌর শহরের শহরতলীর ১ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসকে ফোন করা যুবক হেদায়েতুল ইসলাম বলেন, ‘সকাল ১০টার দিকে টিটুর গ্যারেজে মোটরবাইক মেরামত করতে যাই। এ সময় টিটু আমাকে গাছে চিল আটকে পড়ার কথা জানালে ফায়ার সার্ভিসকে খবর দেই।’

টিটু বলেন, ‘দোকান খুলেই চোখে পড়ে একটা চিল গাছের ডালে ঝুলছিল। এ নিয়ে হেদায়েতুলের সঙ্গে পরামর্শ করি। হেদায়েতুল ফোন করার কিছুক্ষণের মধ্যেই একটি গাড়ি ও মই নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে চিলটিকে মুক্ত করেন।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাইবান্ধা স্টেশনের উদ্ধারকারী দলের টিম লিডার আবু মোতালিব জাগো নিউজকে বলেন, গাছের ডালে থাকা সুতায় আটকা পড়েছিল চিলটি। আমাদের কর্মীরা মই নিয়ে গাছে উঠে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর সুতোটি কেটে দেন। তখন চিলটা ওড়ার চেষ্টা করে। কিন্তু অসুস্থ থাকার কারণে খুব বেশি উড়তে পারেনি। পরে মাটিতে পড়ে গেলে চিলটিকে উদ্ধার করে প্রাণিসম্পদের হেফাজতে দেওয়া হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুদার রহমান বলেন, চিলটি দীর্ঘক্ষণ ডালে ঝুলে থাকায় অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিক চিকিৎসা দিয়ে বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে।

Place your advertisement here
Place your advertisement here