• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

পার্বতীপুর স্টেশন থেকে আবারো ডেমু ট্রেনের যাত্রা শুরু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২২  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরের পার্বতীপুর রেল জংশন থেকে ডেমু ট্রেন ( ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ) বাণিজ্যিকভাবে আবারো যাত্রা শুরু করেছে।

রোববার দুপুর ১২টার দিকে  রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন পার্বতীপুর রেল জংশন স্টেশনে আনুষ্ঠানিকভাবে এ ট্রেনের চলাচল শুভ উদ্বোধন করেন। ট্রেনটি পার্বতীপুর-রংপুর রুটে চলবে।

দীর্ঘ দিন ধরে অকেজো হয়ে পড়ে থাকা চীনা প্রযুক্তি সরিয়ে দেশি প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের প্রকৌশলীরা ১টি ডেমু ট্রেন চালু করতে সক্ষম হয়েছেন। বাংলাদেশ রেলওয়ে রাজশাহী অঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান জানান চীনের তৈরি এই ডেমু ট্রেনের কন্ট্রোলিং সিস্টেম খুবই জটিল ছিল বর্তমানে এটি সহজ করা হয়েছে।  ১৫ দিন ডেমু ট্রেন রংপুর পার্বতীপুরে চলাচল করবে পরবর্তী আরো তিনটি রুটে আমরা এই ট্রেনটিকে পরিচালনা করতে সক্ষম হবো।

উল্লেখ্য, গত ২০২০ সালে করোনাকালীন সময়ে এই ডেমু ট্রেনটি অকেজো হয়ে পড়ে। ২০১৩  সালে ৬২৯ কোটি টাকা ব্যয়ে চীন থেকে ২০টি ডেমু ট্রেন আনা হয়।

Place your advertisement here
Place your advertisement here