• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

শূন্যরেখায় দাঁড়িয়ে দূর থেকে স্বজনদের দেখলেন তারা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২২  

Find us in facebook

Find us in facebook

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এই পূজাকে কেন্দ্র করে দিনাজপুরের হিলি সীমান্তের শূন্যরেখায় স্বজনদের এক নজর দেখতে জড়ো হন দুদেশের শত শত মানুষ। এবারের পূজায়ও এর ব্যতিক্রম ঘটেনি। দূর থেকে স্বজনদের দেখেছেন দুই দেশের বাসিন্দারা।

একটি পৌরসভা ও তিনটি ইউনিয়ন নিয়ে হাকিমপুর উপজেলা গঠিত। উপজেলায় শিশুদের এবং বড়দের বিনোদনের তেমন কোনো পার্ক না থাকায় বিশেষ দিনে সীমান্তের শূন্যরেখায় দর্শনার্থীরা ভিড় করেন। এ সময় ওই স্থানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সেখানে দুদেশের মাঝে ব্যবধান কাঁটা তারের বেড়া। দর্শনার্থীরা বেড়া থাকায় সরাসরি কথা না বলতে পারলেও দূর থেকে স্বজনদের দেখে শান্তি খুঁজে পান।

গতকাল বুধবার (৫ অক্টোবর) সরেজমিন দেখা যায়, দুর্গাপূজার দশমীর দিনে সকাল থেকেই হিলি সীমান্তের শূন্যরেখায় দর্শনার্থীদের ভিড়। এ যেন এক অন্যরকম দৃশ্য। জড়ো হওয়া দর্শনার্থীরা সীমানা ঘেঁষে রেললাইনে দাঁড়িয়ে ছবি তোলেন। কেউ দূর থেকে দাঁড়িয়ে স্বজনদের সঙ্গে ইশারায় কথা বলেন। বড়দের সঙ্গে ছোটরাও এসেছে এখানে।

কথা হয় দিনাজপুরের ফুলবাড়ী থেকে আসা কৃষ্ণা রানীর সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, ‘সীমান্ত এলাকায় আমি প্রথম এলাম। ভারতে আমার নানির সঙ্গে দেখা করতে এসেছি।’

রাজশাহী থেকে আসা বদিউজ্জামান নামের এক ব্যক্তি বলেন, ‘হিলি বাংলাদেশর একটি গুরুত্বপূর্ণ স্থান। এখান দিয়ে দুদেশের মধ্যে বেশ কিছু পণ্য আমদানি করা হয়। এখানে এসে খুব ভালো লাগলো।’

Place your advertisement here
Place your advertisement here