• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

কুড়িগ্রামে লোক সঙ্গীত ও পথনাটক পরিবেশন

দৈনিক রংপুর

প্রকাশিত: ১০ মার্চ ২০১৯  

Find us in facebook

Find us in facebook

অতি দরিদ্র, বিশেষ ব্যক্তি ও পরিবারের দারিদ্রতা দূরীকরণে কুড়িগ্রামে প্রত্যন্ত গ্রামিণ জনপদে পরিবেশন করা হচ্ছে লোক সঙ্গীত ও পথনাটক।

জনসচেতনতামূলক এই অনুষ্ঠানে উপচে পরছে নারী-পুরুষের সমাগমে। মাতাচ্ছে দর্শকদের। শনিবার বিকেলে উলিপুর উপজেলার বুড়াবুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘‘আলেয়ার স্বপ্ন’ পথনাটকের আয়োজন করে কুড়িগ্রাম ললিতকলা একাডেমি। এই লোক সঙ্গীত ও পথনাটকের মাধ্যমে বিশেষ শ্রেণির ব্যক্তিদের সমাজের মূল স্রোতে নিয়ে আসতে বিভিন্ন তথ্য দেয়া হয়।

আন্তর্জাতিক বেসরকারি সংগঠন হ্যান্ডিকাপ ইন্টারন্যাশনাল’র আর্থিক সহযোগিতায় কুড়িগ্রাম জেলার ৩০টি স্থানে এ নাটিকা প্রদর্শন করা হচ্ছে। ললিতকলা একাডেমির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাটিকাটি রচানা ও পরিচালনা করছেন। অভিনয় শিল্পীরা হলেন রুবেল, রানা, রিফাত, সাইফুল, মজনু, মুন, সাথী, মোকলেছ, ইশা, মীম, জীবন, হ্নদয়, আমিনুর, নারায়ণ, ফজলু, পরি, আলম ও সুজন।

Place your advertisement here
Place your advertisement here