• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

দিনাজপুরে প্রথম টিকা নেবেন হুইপ ইকবালুর রহিম

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২১  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরে প্রথম টিকা নেবেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য হুইপ ইকবালুর রহিম। শনিবার (৬ ফেব্রুয়ারি) সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার (৭ ফেব্রুয়ারি) থেকে দিনাজপুরে করোনার ভ্যাকসিন দেয়া শুরু হবে। শনিবার সন্ধ্যা পর্যন্ত জেলায় ৪ হাজার ৮৭৫ জন ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে সদর উপজেলায় ২ হাজার ৭৭৫ ও অন্যান্য ১২ উপজেলায় ২ হাজার ১০০ জন। তবে প্রতি মুহুর্তে নিবন্ধনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

সিভিল সার্জন আরও জানান, দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য হুইপ ইকবালুর রহিমকে টিকা দেয়ার মধ্যদিয়ে করোনার টিকা কার্যক্রমের উদ্বোধন হবে।

এর আগে গত রোববার (৩১ জানুয়ারি) দিনাজপুরে ৯৬ হাজার ডোজ করোনার টিকা এসে পৌঁছায়।

Place your advertisement here
Place your advertisement here