• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

শীতে জবুথবু পঞ্চগড়, চলছে মৃদু শৈত্যপ্রবাহ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২১  

Find us in facebook

Find us in facebook

পঞ্চগড়ে বয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। তীব্র ঠাণ্ডার কারণে বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। ঘন কুয়াশা আর হিমেল হাওয়া থাকায় তারা ঘর থেকে বের হতে পারছেন না। ফলে যোগ দিতে পারছেন না কাজে।

শুক্রবার ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকায় পঞ্চগড়ের বিভিন্ন সড়কগুলোতে হেড লাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করেছে। সকালে রোদ উঠলেও রয়েছে শীতের তীব্রতা।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বেশ কয়েক দিন ধরে ওঠানামা করছে তাপমাত্রা।

তিনি আরো জানান, সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here