• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

‘পাঁচ পাই’র ডাক্তার গাইবান্ধার নুরুল ইসলাম

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২০  

Find us in facebook

Find us in facebook

গাইবান্ধার ঘাঘট নদীর তীরে বাজারে ‘পাঁচ পাই’ ডাক্তারের চেম্বার। প্রতিদিন সকালের হালকা নাস্তা সেরে ৯ টায় গাইবান্ধার ব্রিজ রোডের চেম্বারের উদ্দেশ্যে রওনা দেন ‘পাঁচ পাই’য়ের ডাক্তার নুরুল ইসলাম। এভাবেই সকাল ৯টা-দুপুর ১টা এবং বিকাল ৫টা-রাত ৯টা পর্যন্ত তিনি রোগী দেখেন।

ঘাঘট নদের তীরে বাজারের কাছে ছোট টিন ছাওয়া চেম্বারে সকাল-সন্ধ্যা দুই বেলাতেই গিয়ে দেখা গেল রোগীর উপচে পড়া ভিড়। সিরিয়াল না পাওয়ায় অনেককে আবার পরদিন আসতে অনুরোধ করা হয়। 

নারী, শিশু ও বয়স্কদের সুবিধার্থে চেম্বার লাগোয়া একটি অপেক্ষাগার তৈরি করে দেয়া হয়েছে। দূর-দূরান্ত থেকে আসা রোগীরা এখানে বসে চিকিৎসকের জন্য অপেক্ষা করে থাকেন। 

প্রতিদিন শতাধিক রোগী বিভিন্ন সমস্যা নিয়ে আসছেন এখানে। রোগের বিস্তারিত বলার পর সবাই কিছু না কিছু চিকিৎসা নিয়ে বাসায় যাচ্ছেন। তার চিকিৎসায় সুস্থ হওয়ায় দূর-দূরান্তের বিভিন্নজেলায় তার সুনাম ছড়িয়ে পড়েছে।

পাঁচ পাই ডাক্তারের চেম্বারে দেখা গেল না কোন আলাদা ব্যবস্থাপত্র। শুরুতে এক পুরিয়া ওষুধের দাম পাঁচ পয়সা রাখা হলেও এখন রাখা হয় ২ টাকা থেকে ২০ টাকা। চিকিৎসকের কোন ফি নেয়া হয় না।

Place your advertisement here
Place your advertisement here