• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

রংপুর বিভাগে ২২০০ বিদেশফেরত ব্যাক্তির খোঁজে সেনাবাহিনী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২০  

Find us in facebook

Find us in facebook

রংপুর বিভাগের আট জেলায় বিদেশফেরত পাঁচ হাজার ২৫৩ জন প্রবাসীর ঠিকানা ও অবস্থান চিহ্নিত করেছে প্রশাসন। তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে। এছাড়া শনাক্ত না হওয়া আরও দুই হাজার ২০৩ জনের সন্ধানে মাঠে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা। 

বুধবার রাতে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, চলতি বছরের গত ১ মার্চ থেকে বিদেশ হতে রংপুর বিভাগের আট জেলায় এখন পর্যন্ত সাত হাজার ৪৫৬ জন প্রবাসী দেশে এসেছেন। এর মধ্যে বুধবার পর্যন্ত পাঁচ হাজার ২৫৩ জনের অবস্থান ও ঠিকানা শনাক্ত করা গেছে। বাকিদের শনাক্ত করতে সেনাবাহিনীর সদস্যরা প্রবাস ফেরতদের দেওয়া ঠিকানায় খোঁজখবর রাখছেন।

গাইবান্ধায় চারজন করোনায় আক্রান্ত হয়েছে উল্লেখ করে সূত্র জানায়, বিভাগে এখন পর্যন্ত হোম কোয়ারেন্টিনে তিন হাজার ৩৩৬ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে তিনজন ও আইসোলেশনে নয়জন রয়েছেন। এছাড়া হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছে দুই হাজার ১১৫ জন।

Place your advertisement here
Place your advertisement here