• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

সৈয়দপুরে রাজস্ব খেলাপির দায়ে ২৯ জনের বিরুদ্ধে মামলা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

দীর্ঘ ১০ থেকে ৩৩ বছর পর্যন্ত রেলের বাণিজ্যিক ভূমি ভোগ দখল করেও এ সময়ের বিপুল পরিমাণ বকেয়া রাজস্ব পরিশোধ করেননি এমন রাজস্ব খেলাপি ব্যক্তি ২৯ জনের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা দায়ের করেছে রেল কর্তৃপক্ষ। তাদের কাছে জরিমানাসহ ভূ-সম্পত্তি বিভাগের অনাদায়ী পাওনা ২ কোটি ২৮ লাখ ৫৩ হাজার ৫০ টাকা। 

২৯ খেলাপির মধ্যে সৈয়দপুর শহরের মৌজা-কয়া জেএল নং-৭, মৌজা- সৈয়দপুর, জেএল নং -৩৭, মৌজা-বাঙ্গালিপুর, জেএল নং-৩৮, মৌজা-নিয়ামতপুর, জেএল নং-৩৬। বকেয়া রাজস্ব পরিশোধের জন্য তাগিদ ও চূড়ান্ত নোটিশ দেয়ার পরেও বকেয়া পরিশোধ না করায় তাদের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা দায়ের করা হয় গত ১৯ জানুয়ারি নীলফামারী অর্থঋণ আদালতে। বিষয়টি নিশ্চিত করেন পার্বতীপুর রেল কাছারী কাননুগো জিয়াউল হক। 

২৯ ব্যক্তিরা হলেন কহিনুর বেগম, ফয়েজ আহমেদ, আব্দুল রহিম, সাব্বির আহমেদ, শাহজাহান আলী, আব্দুর রশিদ, আব্দুল কুদ্দুস শিকদার, মাস্তাকুল ইসলাম, বিপুল রায়, আজিজুল, সিরাজুল ইসলাম, সিদ্দিকুল আলম, ইয়াসমিন আলম, নাসিম কবির, আমেনা খাতুন, শরিফুল ইসলাম, জহুরুল হক, শাহানাজ আলম, নাজবীন নাহিদ, ডা. এম রবি সরকার, আলহাজ্ব জয়নাল আবেদীন, আব্দুল হাই, আব্দুল হামিদ, ভলু, আফসানা ডায়মন্ড, মোস্তাক আহম্মেদ, আবু সৈয়দ, মাহাবুব-উল-হাসান ও তোজাম্মেল হোসেন।

Place your advertisement here
Place your advertisement here