• শনিবার ০৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২০ ১৪৩১

  • || ৩০ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

লালমনিরহাটে বিভিন্ন এলাকা প্লাবিত, পানিবন্দি হাজারো মানুষ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ আগস্ট ২০২১  

Find us in facebook

Find us in facebook

লালমনিরহাটের ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিতে প্রবাহিত হচ্ছে। এতে নদীতীরবর্তী এলাকা প্লাবিত হয়ে প্রায় ৭ থেকে ৮ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

শুক্রবার (২০ আগস্ট) ভোর থেকে পানিবৃদ্ধি শুরু হয়ে জেলার পাঁচটি আশপাশের এলাকা প্লাবিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান।

এর আগে বৃহস্পতিবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল। তখন পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৮২ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার)।

জানা গেছে, গত কয়েক দিন বাংলাদেশ ও ভারতের সিকিম উপত্যকা থেকে সৃষ্ট তিস্তা নদী ভারতে প্রবাহিত হয়ে লালমনিরহাট জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বর্ষাকালে অতিবর্ষণের ফলে ভারতের অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় বাংলাদেশ অংশে ভয়াবহ বন্যা আর তীব্র ভাঙনের মুখে পড়ে লালমনিরহাটের পাঁচটি উপজেলার তীরবর্তী মানুষ।

Place your advertisement here
Place your advertisement here