• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

যাকাতের ভূমিকা শীর্ষক বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৪  

Find us in facebook

Find us in facebook

রংপুরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের আয়োজনে দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৭ মার্চ) বিকেলে ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোছাদ্দিকুল আলমের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত  বিভাগীয় কমিশনার(সার্বিক) মো: আবু জাফর । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক আবুল কালাম, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক মোস্তফা মনসুর আলম খান,ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ে পরিচালক মো: শাহজাহান, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল,মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির  প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন,রংপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আকবর হোসেন, রংপুর বিভাগের আওতাধীন জেলা সমূহের ইসলামিক ফাউন্ডেশনের  উপপরিচালকবৃন্দ প্রমুখ।

এছাড়াও উপস্হিত ছিলেন রংপুর জেলা ও মহানগরের বিভিন্ন মসজিদ ও মাদরাসার আলেমবৃন্দ।যাকাত বিষয়ক প্রবন্ধ উপস্হাপন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা রকিব উদ্দিন আহমেদ।

সেমিনারে বক্তারা বলেন, যাকাতের উদ্দেশ্য হলো সমাজ থেকে দারিদ্র্যতা নির্মূল করা। তাই সমৃদ্ধ অর্থনীতিতে যাকাতের ভূমিকা অপরিসীম। এক্ষেত্রে সুষ্ঠু আদায় ও বণ্টনের মাধ্যমে সরকারি যাকাত ফান্ড আরো শক্তিশালী হলে দারিদ্র বিমোচন করা সম্ভব হবে।

Place your advertisement here
Place your advertisement here