• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

দলীয় প্রার্থীর স্বার্থে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার   

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থীর স্বার্থে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী হাকিবুর রহমান তাঁর মনোনয়ন প্রত্যাহার করেছেন।

গতকাল রবিবার (১৭ ডিসেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে স্বতন্ত্র প্রার্থী হাকিবুর রহমান তাঁর মনোনয়ন প্রত্যাহার করেন।

হাকিবুর রহমান বলেন, কেন্দ্রীয় কমিটির ঘোষনায় তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। আর এই আসনে দলের মনোনীত প্রার্থী টিপু মুনশি প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় প্রার্থী টিপু মুনশি একজন বীরমুক্তিযোদ্ধা আর তিনিও একজন মুক্তিযোদ্ধা। আমি একজন মুক্তিযোদ্ধা হয়ে আরেকজন মুক্তিযোদ্ধার প্রতিপক্ষ হওয়া ঠিক নয়। তাই দলের এবং দলীয় প্রার্থীর স্বার্থে তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন।

তফসিল ঘোষনার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গত ৩০ নভেম্বর রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে আওয়ামীলীগের মনোনীত  প্রার্থী টিপু মুনশি, জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম, স্বতন্ত্র হাকিবুর রহমান ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী সিরাজুল ইসলাম পাঠোয়ারী মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। স্বতন্ত্র প্রার্থী হাকিবুর রহমান মনোনয়ন পত্র প্রত্যাহার করায় এই আসনে আওয়ামীলীগ, জাতীয় পার্টি এবং  বাংলাদেশ কংরেসের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

Place your advertisement here
Place your advertisement here