• শনিবার ০৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২০ ১৪৩১

  • || ৩০ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

তারাগঞ্জে পূজামন্ডপ পরিদর্শনে রংপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

রংপুর জেলার তারাগঞ্জ  উপজেলা প্রশাসনের আয়োজনে রংপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর আগমন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল রাত ৮টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুবেল রানা এর সভাপতিত্বে উপজেলা হলরুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তারাগঞ্জ কুর্শা পুরাতন চৌপথী মন্ডল বাড়ি দূর্গা মন্দির, কুর্শা পুরাতন চৌপথী সার্বজনীন দূর্গা মন্দির এবং শ্রী শ্রী রাধা মদনমোহন জিউ মন্দির (ইসকন) পরিদর্শন করেন।


এ সময় উপস্থিত ছিলেনঃ 
মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা প্রশাসক রংপুর।
মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার রংপুর।
আনিসুর রহমান লিটন, চেয়ারম্যান তারাগঞ্জ উপজেলা পরিষদ।
কুমারেশ রায়, সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি ও সাধারণ সম্পাদক, রংপুর জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ।
সুমনা আক্তার লিলি, সাবেক সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি।
মোঃ আফজালুল হক, চেয়ারম্যান, কুর্শা ইউনিয়ন, তারাগঞ্জ উপজেলা সহ দলীয় অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
মোঃ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ তারাগঞ্জ উপজেলা সহ দলীয় অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

রংপুর জেলা প্রশাসক তিনি তার বক্তব্যে সর্বপ্রথমে সকলের সহযোগিতা কামনা করেন এবং জেলা প্রশাসক  হিসেবে রংপুর জেলার সকল উপজেলার পূজা উৎসব সুন্দর এবং পরিপূর্ণ ভাবে পালন করুক এটাই তার জেলা প্রশাসক হিসেবে সকলের নিকট সহযোগিতা কামনা করে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ করেন।

রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার তিনি তার বক্তব্যে বলেন-সকলের সার্বিক সহযোগিতার মাধ্যমে হিন্দু ধর্মাবলী পূজা উদযাপন মহোৎসবে সকলেই সুন্দর পরিপূর্ণভাবে পালন করুক এই আশা ব্যক্ত করেন।  

তারাগঞ্জ উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি কুমারেশ রায় বলেন- প্রত্যেকটি পূজা মন্ডপে সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে এবং প্রশাসনিক পক্ষ থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান এবং সাধারণ সম্পাদক, পাপন দত্ত, তিনি তার বক্তব্যে বলেন- কুমিল্লায় হিন্দু সম্প্রদায়ের উপরে যে মারপিট করা হয়েছিল এ ব্যাপারে নিন্দা জ্ঞাপন করেন।

Place your advertisement here
Place your advertisement here