• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

তারাগঞ্জে ৩৮ টি পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুবেল রানা এর সভাপতিত্বে শারদীয় দুর্গোৎসব-২০২৩ উপলক্ষে উপজেলাধীন পূজা মন্ডপের প্রতিনিধিদের মাঝে জি,আর (চাল) বিতরণ কর্মসূচি ও আলোচনা সভা উপজেলা প্রশাসন হল রুমে অনুষ্ঠিত হয়।

 এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক, এমপি, বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা।

এছাড়া উপস্থিত ছিলেনঃ 
মোঃ আতিয়ার রহমান, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, তারাগঞ্জ উপজেলা।
মোঃ হারুনুর রশিদ বাবুল, সাধারণ সম্পাদক, তারাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ।
মোছাঃ সাবিনা ইয়াসমিন, মহিলা ভাইস চেয়ারম্যান, তারাগঞ্জ উপজেলা সহ প্রমুখ।

জিআর (চাল) বিতরণ কর্মসূচি সভায় বক্তাগণ তাদের বক্তব্যে আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৩ সফল করার লক্ষ্যে উপজেলাধীন পূজা মণ্ডপের প্রতিনিধিদের উদ্দেশ্য করে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। বক্তাগণ আরো বলেন, আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই, আপনারা স্বতঃস্ফূর্তভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।  

এছাড়াও বক্তব্যে বলেন বিএনপি-জামাত ক্ষমতায় আসলে শুধু আওয়ামীলসহ হিন্দুদের জীবনযাত্রা মান দুর্বিষহ করে তুলবে, বিধায় নৌকার কোন বিকল্প নেই উল্লেখ করে, সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনকে সফল করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

আলোচনা সভা শেষে পূজা মন্ডপের প্রতিনিধিদের মাঝে বরাদ্দকৃত জি,আর (চাল) ডি/ও প্রদান করা হয়।

উল্লেখ্য, সর্বমোট ৭০ টি পূজা মন্ডপের  চাউল বরাদ্দ হয়েছে এর মধ্যে ৩৮ টি পূজা মণ্ডপে প্রত্যেকটিতে ৫০০ কেজি, করে চাউল বিতরণ করা হয় এবং অবশিষ্ট ৩২ টি পূজা মন্ডপের মাঝে আগামীকাল চাউল বিতরণ করবেন বলে জানা যায়।

Place your advertisement here
Place your advertisement here