• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

অ্যাম্বুলেন্স-কাভার্ডভ্যান সংঘর্ষে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

 
রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলায় অ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে পলাশ ব্যানার্জী নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী-কন্যাসহ তিনজন। পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার জায়গীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ ব্যানার্জী গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ধাপেরহাট গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি হৃদরোগে আক্রান্ত হওয়ায় চিকিৎসাসেবা নেয়ার জন্য অ্যাম্বুলেন্সে করে রংপুরে যাচ্ছিলেন।

বড়দরগা হাইওয়ে থানার ওসি সোলাইমান শেখ জানান, পলাশবাড়ী থেকে রোগীসহ একটি অ্যাম্বুলেন্স রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল। পথিমধ্যে রংপুর-ঢাকা মহাসড়কের জায়গীরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা পলাশ ব্যানার্জী মারা যান। এ সময় তিনজন গুরুতর আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। ঘটনার পরপরই কাভার্ডভ্যানচালক পালিয়ে যান।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পলাতক কাভার্ডভ্যান চালককে আটকের চেষ্টা চলছে।

Place your advertisement here
Place your advertisement here