• শনিবার ০৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২০ ১৪৩১

  • || ৩০ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

শহীদ শেখ রাসেল এর শুভ জন্মদিন উপলক্ষে বদরগঞ্জে নানা কর্মসুচি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

বদরগঞ্জে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের শুভ জন্মদিন এবং শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে একটি র‍্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিণপূর্বক বদরগঞ্জ উপজেলার সামনে শেখ রাসেল চত্বর এ পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালী মাল্টিমিডিয়া প্রজেক্ট টাইলের মাধ্যমে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে  বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচারে সংযুক্ত ছিলেন। 

আজ সকাল ১০টায় বদরগঞ্জ উপজেলা প্রশাসন মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিস এর যৌথ আয়োজনে এসব কর্মসুচি অনুষ্ঠিত হয়। কর্মসুচি শেষে বদরগঞ্জ উপজেলা হলরুমে এবং পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ
আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক, এমপি, বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা।

এছাড়াও উপস্থিত ছিলেনঃ
 মোঃ ফজলে রাব্বি সুইট, চেয়ারম্যান বদরগঞ্জ উপজেলা পরিষদ বদরগঞ্জ রংপুর।
মোঃ তাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ বদরগঞ্জ রংপুর।
মোছাঃ নাজমা জাহানুর, মহিলা ভাইস  চেয়ারম্যান উপজেলা পরিষদ বদরগঞ্জ।
সুবোধ কুমার কুন্ডু, সভাপতি (ভারপ্রাপ্ত) বাংলাদেশ আওয়ামী লীগ বদরগঞ্জ উপজেলা।
এছাড়া সরকারি কর্মকর্তা এবং দলীয় অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here