• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

মিঠাপুকুরে ভূট্টা বোঝাই ট্রাক থেকে ১০১ কেজি গাঁজা উদ্ধার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

রংপুরের মিঠাপুকুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভূট্টা বোঝাই ট্রাক থেকে ১০১ কেজি গাঁজাসহ ফরহাদ হোসেন (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১৩। এসময় ভূট্টা বোঝাই ট্রাকটি জব্দ করা হয়।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১৩ এর সহকারী পরিচালক ফ্লাইট লেঃ মাহমুদ বশির আহমেদ।

এর আগে সোমবার (১৬ অক্টোবর) গভীর রাতে রংপুর-বগুড়াগামী মহাসড়কের পায়রাবন্দ এলাকায় অভিযান চালায় র‌্যাব।

গ্রেফতার ফরহাদ হোসেন কুড়িগ্রাম সদর উপজেলার চৌকিদার পাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বহনকারী যানটিকে শনাক্তকরণের লক্ষ্যে সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল তৎপর হয়। পরবর্তীতে মাদক বহনকারী ভুট্টা বোঝাই ট্রাকটি শনাক্ত হলে রংপুর হাইওয়ে রেস্তোরাঁর সামনে আটক করে র‌্যাব।

পরে অভিযান চালিয়ে ভূট্টা বোঝাই ট্রাকের ভিতর থেকে পলিথিনে মোড়ানো কস্টেপ দিয়ে প্যাচানো ২৬ টি প্যাকেটে রক্ষিত ১০১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ফরহাদ ইসলামকে (২৬) গ্রেফতার করা হয়। এসময় র‌্যাব ভূট্টা বোঝাই ট্রাকটি জব্দ করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Place your advertisement here
Place your advertisement here