• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

রংপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৩  

Find us in facebook

Find us in facebook

রংপুরের তারাগঞ্জ উপজেলায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন- জোয়ানা পরিবহনের চালক আসাদ আলী আকন্দ এবং হানিফ পরিবহনের চালক সাইফুল ইসলাম। আহত আসাদ আলী ময়মনসিংহ মুক্তাগাছা থানা শশা ইজারাদার চরের মৃত মোল্লা আকন্দের ছেলে এবং সাইফুল ইসলাম বগুড়ার দুপচাচিয়া থানার তারাজন গ্রামের শমসের আলীর ছেলে।

জানা যায়, জোয়ানা পরিবহনের বাসটি সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় অপর দিক থেকে আসা হানিফ পরিবহনের বাসটি সৈয়দপুর যাচ্ছিল। পথে তারাগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের তারাগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় গাড়ির দুই চালককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তারাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এস এম শরীফ আহমেদ আবদুল্লাহ বলেন, মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় কেউ নিহত হননি। তবে আশঙ্কাজনক অবস্থায় গাড়ির দুই চালককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

Place your advertisement here
Place your advertisement here