• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

কাউনিয়ায় স্কুলের গাছ থেকে পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

দৈনিক রংপুর

প্রকাশিত: ১৬ জুন ২০১৯  

Find us in facebook

Find us in facebook

রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নে কুর্শা গ্রামে জামগাছ থেকে পরে ২য় শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। স্কুল চলাকালীন ওই শিক্ষার্থী কিভাবে গাছে উঠলো এ নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুর্শা গ্রামের আবুল কালামের পুত্র মাতৃহীন আরাফাত ইসলাম (৯) কুর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। শনিবার দুপুরে সে সকলের অগোচরে জাম পারার জন্য গাছে উঠে। একপর্যায়ে সে গাছের ডাল ভেঙ্গে পরে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোনাকী বালা জানান, আরাফাত আজ (শনিবার) স্কুলেই আসেনি। স্কুল চলাকালে কখন যে সে গাছে উঠেছে আমরা কেউ জানিনা। আমরা ক্লাসে ছিলাম। সে গাছ থেকে পরার পর জানতে পারি।

কুর্শা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সরকার আরাফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার অধিকারীর কাছে স্কুল চলাকালে ছাত্র কিভাবে গাছে উঠলো তা জানতে চাইলে অফিস বন্ধ থাকায় তিনি বিষয়টি জানেন না বলে এড়িয়ে যান।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম জানান, স্কুল চলাকালে কিভাবে শিশুটি গাছে উঠল তা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরাফাতের মৃত্যুতে ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Place your advertisement here
Place your advertisement here