• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

ক্রেতাদের আকৃষ্ট করতে চায় বাঁধাকপি ও ফুলকপি 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২১  

Find us in facebook

Find us in facebook

বাজারে ক্রেতাদের জন্য থরে থরে সাজিয়ে রাখা হয়েছে বাঁধাকপি ও ফুলকপি। ক্রেতার চোখে সুন্দর লাগলে তবেই বিক্রি করা সম্ভব হবে। তাই ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন ভাবে সাজানো হয়েছে কপিগুলো। অনেকে এভাবে কপি সাজিয়ে বসে থাকলেও ক্রেতা মিলছে না।

শুক্রবার(৫ ফেব্রুয়ারি) রংপুরের পীরগাছা উপজেলার কান্দিরহাটে গিয়ে দেখা যায় এমন চিত্র। শুধু কান্দিরহাটেই নয়, জেলার মফস্বল হাট বাজারগুলোতে একই চিত্র লক্ষ্য করা গেছে।

দুপুর থেকে কান্দিরহাটে থরে থরে পসরা সাজিয়ে বসে আছে কপি বিক্রেতারা। কিন্তু ক্রেতা মিলছে না। অনেককে ৪-৫ টাকা জোড়া হিসেবে কপি বিক্রি করতে দেখা গেছে। যা বাজারে উঠা অন্যান্য সবজির চেয়ে দাম অনেক কম। বাজারে চাহিদার তুলনায় প্রচুর পরিমানে বিভিন্ন ধরনের শাক সবজি উঠেছে । বাজার করতে আসা ক্রেতাদের অন্যান্য শাক সবজি ক্রয় করতে দেখা গেলেও কপি ক্রয়ে আগ্রহ কম।

বাজার করতে আসা মিজানুর রহমান স্বপন জানান, বাজারে এখন প্রচুর শাক সবজি পাওয়া যাচ্ছে। দামও খুব কম। আগে নিয়মিত কপি খেলেও এখন আর খাওয়া হচ্ছে না। আগের তুলনায় এখন কপির স্বাদ নেই।

Place your advertisement here
Place your advertisement here