• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

রংপুরের পুলিশ সুপারের কার্যালয়ে ‘মুজিব কর্নার’ 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২১  

Find us in facebook

Find us in facebook

রংপুর জেলা পুলিশের আয়োজনে গত বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে কাচারীবাজারস্থ পুলিশ সুপারের কার্যালয়ে উদ্বোধন করা হয় ‘মুজিব কর্নার’। পুলিশ সুপারের কার্যালয়ের প্রবেশ মুখেই বঙ্গবন্ধুর তর্জনী উচিয়ে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ছবি।

সেদিন রেসকোর্স ময়দানে লাখো মানুষের বিশাল জনসমুদ্রে বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ভেতরে দেয়ালে দেয়ালে বঙ্গবন্ধুর ঘটনাবহুল সংগ্রামী রাজনৈতিক ও পারিবারিক জীবনের দুর্লভ আলোকচিত্র।

একপাশে শোভা পাচ্ছে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’। রয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বিশিষ্ট লেখকদের বিভিন্ন বই। প্রতিটি নিদর্শনের শৈল্পিক উপস্থাপনা ও নান্দনিকতা যোগ করেছে ভিন্ন যাত্রা। এভাবেই শ্রদ্ধা ও ভালবাসার ছোঁয়ায় সযত্নে তুলে ধরা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

গত বুধবার সন্ধ্যায় রংপুর জেলার পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারের সভাপতিত্বে আয়োজিত মুজিব কর্ণারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঞা, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য ও পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

Place your advertisement here
Place your advertisement here