• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

রংপুরে পলিথিনবিরোধী অভিযান, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০  

Find us in facebook

Find us in facebook

রংপুরে পরিবেশ দূষণকারী নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ, বাজারজাতকরণ ও বিক্রির দায়ে ৯ প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ৩ টন পলিথিনসহ পরিবেশের জন্য ক্ষতিকর বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর সিটি বাজারে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

নগরীর সিটি বাজারসহ বিভিন্ন বাজারে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে মাহমুদ হাসান মৃধা বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকারিভাবে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে র‍্যাব-১৩ ও পরিবেশ অধিদপ্তর সহযোগিতা করে।

মাহমুদ হাসান মৃধা আরো বলেন, অভিযানের সময় সরকারি নির্দেশনা অমান্য করে নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ, বাজারজাতকরণ ও বিক্রি করার অপরাধে ৯টি  ব্যবসাপ্রতিষ্ঠানকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া ৩ টন বিভিন্ন ধরনের পলিথিনসহ বিপুল পরিমাণ ক্ষতিকর পণ্য জব্দ করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here