• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

রংপুর টাউন হল বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রদীপ প্রজ্জ্বলন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের দোসর ও রাজাকারদের তালিকা প্রকাশ করাসহ পালিয়ে থাকা যুদ্ধাপরাধীদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রংপুর টাউন হল বধ্যভূমি স্মৃতিস্তম্ভে প্রদীপ প্রজ্জ্বলন শেষে এ দাবি জানান সংগঠনের নেতারা।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় একাত্তরের স্মৃতি বিজড়িত পাকিস্তানিদের টর্চারসেল খ্যাত টাউন হল বধ্যভূমিতে জেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে। এর আগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর রংপুর জেলা সভাপতি কমরেড শাহাদত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অধ্যাপক আব্দুস সোবহান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রংপুর জেলা সভাপতি ডা. মফিজুল ইসলাম মান্টু, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন লাবলু, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ রংপুর সাধারণ সম্পাদক রেজাউল করিম মুকুল, সহ সভাপতি আতোয়ারুজ্জামান লাঞ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম জীবন, নাট্যব্যক্তিত্ব বিপ্লব প্রসাদ, জাসদ নেতা গৌতম রায়, মুক্তিযোদ্ধা নৃপেন্দ্র নাথ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ারা বেগম প্রমুখ।

এদিকে সন্ধ্যা ছয়টায় শহীদ মিনারে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ ও ঘাতক দালাল নির্মূল কমিটি সম্বলিতভাবে মোমবাতি প্রজ্জ্বলনে অংশ নেন। এসময় শহীদ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Place your advertisement here
Place your advertisement here