• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

মাত্র তিন দিনেই দূর করুন ত্বকের কালো দাগ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২০  

Find us in facebook

Find us in facebook

ত্বকের কোমলতাই একজন মানুষের সৌন্দর্য প্রস্ফুটিত করে। তবে অনেক কারণেই ত্বকে দাগ পড়তে দেখা যায়। ব্রণ কিংবা এলার্জিসহ নানা কারণে ত্বকে জেদি দাগ পড়ে। যা সহজে যেতেও চায় না।

যদিও অনেকেই এসব দাগ থেকে মুক্তি পেতে নানারকম প্রসাধনী ব্যবহার করেন। তবে এসব প্রসাধনী ত্বকের জন্য দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।  তাই ত্বকের জেদি দাগ দূর করতে ভরসা রাখুন ঘরোয়া উপাদানের উপর। যার কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। চলুন জেনে নেয়া যাক এমন একটি ঘরোয়া জাদুকরী মিশ্রণ সম্পর্কে। যা মাত্র তিন দিন ব্যবহারে ত্বক হবে দাগমুক্ত।

যা যা লাগবে

আলু ১টি, বেদানা আধা কাপ, লেবু অর্ধেক, আইস ট্রে।

তৈরি ও ব্যবহার পদ্ধতি

একটি আলু খোসা ছাড়িয়ে নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিন। এরপর গ্রেট করা আলু, বেদানা আর ১ টেবিল চামচ পানি যোগ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার তাতে লেবুর রস যোগ করুন। ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটি একটি আইস কিউবের ট্রেতে ঢালুন। পাঁচ থেকে ছয় ঘন্টা বা যতক্ষণ না জমে ততক্ষণ ফ্রিজে রাখুন।

জমে বরফ হয়ে যাওয়া মিশ্রণ নিয়ে দাগযুক্ত জায়গায় ঘষুন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সবচাইতে ভালো ফল পেতে দিনে দুটো করে বরফের টুকরো ব্যবহার করুন।

Place your advertisement here
Place your advertisement here