• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় মধ্যপ্রাচ্য নিরাপত্তার ‘একমাত্র পথ’

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার ‘একমাত্র পথ’ হলো একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা। শনিবার মিউনিখ সিকিউরিটি কাউন্সিলে বক্তৃতাকালে এমন মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান।

সম্মেলনে বক্তৃতাকালে প্রিন্স ফয়সাল আরো বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ওপরই ইসরাইলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নির্ভর করছে।

তিনি বলেন, সৌদি আরব গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করার ওপর পুরোপুরি জোর দিচ্ছে।

তিনি বলেন, আমরা যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরাইলি প্রত্যহারের ওপর জোর দিচ্ছি। আমরা গাজার মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছানোর ওপর জোর দিচ্ছি।

সৌদি আরব বার বার বলে আসছে যে স্বাধীন একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করবে না।

প্রিন্স ফয়সাল আরো বলেন, ইসরাইলি বাহিনীর উস্কানিমূলক তৎপরতার ফলে আরব এবং ইসলামি দেশগুলোর মধ্যে ক্ষোভ সৃষ্টি হবে। তিনি গাজায় প্রায় ৩০ হাজার লোক নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, ইসরাইলিদের কার্যক্রম বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ ও চরমপন্থার মতাদর্শ বিস্তারে সহায়তা করবে।

Place your advertisement here
Place your advertisement here