• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

স্যালির তাণ্ডবে বিদ্যুৎবিচ্ছিন্ন যুক্তরাষ্ট্রের ৫ লাখ মানুষ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০  

Find us in facebook

Find us in facebook

যুক্তরাষ্ট্রের উপকূলে ঘূর্ণিঝড় স্যালির তাণ্ডবে প্রায় ৫ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

স্থানীয় সময় বুধবার সকালে ক্যাটাগরি-২ মাত্রার শক্তি নিয়ে গ্রীষ্মমন্ডলীয় এই ঝড় উপসাগরীয় উপকূলে আছড়ে পড়ে। আঘাত হানার পরপরই এর শক্তি কিছুটা কমে যায়। 

স্যালির তাণ্ডবে ফ্লোরিডার পেনসাকোলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। পেনসাকোলার দমকল বাহিনীর প্রধান গিনি ক্রেনর সিএনএন-কে বলেন, এখানে চার মাসে যে পরিমাণ বৃষ্টিপাত হয়, এই ঘূর্ণিঝড়ে চার ঘণ্টাতেই সেই পরিমাণ বৃষ্টিপাত হয়েছে।

স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, স্যালি ঘণ্টায় ১০৫ মাইল বা ১৬৯ কিলোমিটার গতিতে আঘাত হানে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর-মধ্যাঞ্চলের উপসাগরীয় উপকূলে বন্যা হতে পারে বলে আগেই সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)।

এছাড়া অন্তত দুই ফুট (৬০ সেমি) বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। উপসাগরীয় উপকূলে আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড় স্যালি ঘণ্টায় তিন মাইল বেগে আলাবামা-ফ্লোরিডা সীমান্তের দিকে অগ্রসর হয়েছে।

এদিকে এনএইচসি আরো জানায়, ঘূর্ণিঝড় স্যালির প্রভাবে সৃষ্ট ঝড়ো বাতাস ও বৃষ্টিপাত মিসিসিপি থেকে ফ্লোরিডা পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। 

স্থানীয় কর্মকর্তারা ঘূর্ণিঝড় থেকে নিরাপদ থাকতে আগেই উপকূলবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। ওই অঞ্চলের বন্দর, স্কুল, ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here