• শনিবার ০৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২০ ১৪৩১

  • || ৩০ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

দেড় হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব ভারতীয় ব্যবসায়ীদের

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ আগস্ট ২০২৩  

Find us in facebook

Find us in facebook

দেশের জ্বালানি, শিক্ষা ও স্বাস্থ্য ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে এক হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।

রাজধানীর একটি হোটেলে ইন্ডিয়া-বাংলাদেশ বিজনেস কনফারেন্স উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রোববার এ কথা জানান তারা।

সংবাদ সম্মেলনে ভারতের ব্যবসায়ীরা বলেন, বাংলাদেশে বিদ্যুৎ, গ্যাস, শিক্ষা ও হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ খাতে আমরা বিনিয়োগ করতে চাই। এজন্য আমরা বিভাগীয় শহরগুলো দেখছি। সেখানে পরিকাঠামো গড়ে তুলে ব্যবসার পরিবেশ গড়ে তোলা হবে।

ভারতের ডেসুন হাসপাতালের মালিক সজল দত্ত বলেন, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনাতে আমরা এক হাজার কোটি টাকা বিনিয়োগ করে ৮০০ শয্যার হাসপাতাল নির্মাণ করার চিন্তা করছি। পছন্দ মতো জায়গা পেলে আমরা এ কাজ শুরু করব।

এসময় বাংলাদেশের ব্যবসায়ীরা বলেন, আমরা ভারতে রেডিমেড গার্মেন্টস ব্যবসা বাড়াতে প্রস্তুত। এছাড়া আর কোন কোন খাতে বাণিজ্য বাড়ানো যায়, সেটা আমরা আলোচনা করে দেখব।

Place your advertisement here
Place your advertisement here