• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

ডাব্লিউআইসিসিআই অ্যাওয়ার্ড ২০২১ পেলেন স্পিকার 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২১  

Find us in facebook

Find us in facebook

ওমেন ইকোনমিক ফোরাম (ডাব্লিউইএফ) থেকে ডাব্লিউআইসিসিআই অ্যাওয়ার্ড ২০২১ ফর উইমেন অফ দ্যা ডিকেড ইন পাবলিক লাইফ অ্যান্ড লিডারশিপ পুরস্কারে ভূষিত হয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। নারী উন্নয়নে দীর্ঘদিন কাজ করার স্বীকৃতি স্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

গতকাল শনিবার বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল অফ দ্যা উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে আয়োজিত ‘এশিয়ান উইমেন এন্টারপ্রেনর্স সামিট ২০২১’ শীর্ষক অনুষ্ঠানে স্পিকারকে এ পুরস্কারে ভূষিত করা হয়। 

ডাব্লিউআইসিসিআই’র প্রতিষ্ঠাতা সভাপতি ড. হারবিন আরোরা স্বাক্ষরিত পত্রে এ পুরস্কারে ভূষিত করার বিষয়টি জানানো হয়। এছাড়া ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী ডা. মাই আল-কাইলা একই পুরস্কারে ভূষিত হন।

গত দু’দিনব্যাপী অনুষ্ঠিত এ সামিটের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন ড. শিরীন শারমিন চৌধুরী।

উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডাব্লিউআইসিসি) ১২০টি দেশের প্রায় আড়াই লাখ নারী সদস্যের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে শিল্পোদ্যোক্তা ও নারী নেতৃত্ব গঠন তথা নারীর ক্ষমতায়নে মানব হিতৈষী মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছে।

ডাব্লিউআইসিসি পুরস্কারটি নারীদের উৎসাহিত করার লক্ষ্যে ওমেন ইকোনমিক ফোরাম (ডাব্লিউইএফ) থেকে পরিচালিত হয়ে থাকে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, নোবেল বিজয়ী, বিশ্ব নেতৃবৃন্দের মাঝে এ সম্মানজনক পুরস্কার দেয়া হয়।

বিগত বছরগুলোতে মাল্টার প্রেসিডেন্ট মারি লুইস কোলেইরো প্রেসা, কোস্টারিকার প্রেসিডেন্ট লরা সিনসিলা মিরান্ডা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড, চিলির প্রেসিডেন্ট ড. মিসেল ব্যাচেলেট, কিরগিজিস্থানের প্রেসিডেন্ট রোযা ইসাকোভনা ওতুনবায়েভা, যুক্তরাজ্যের চেরি ব্লেয়ার, নোবেল বিজয়ী তিউনিসিয়ার ওয়েদেদ বৌসামেউই, নোবেল বিজয়ী গুয়েতেমালার রিগোবার্তা মেন্সু এ পুরস্কার লাভ করেছেন।

Place your advertisement here
Place your advertisement here